গুরুদাসপুরে বঙ্গবন্ধু স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে বিলচলন শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে ভোরের ডাক ফুটবল একাডেমীর আয়োজনে বঙ্গবন্ধু স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট ২০২৩ অনুষ্ঠিত।
শুক্রবার (৩ মার্চ) ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের নেতা আহাম্মদ আলী মোল্লা।
এখানে প্রধান অতিথি ছিলেন গুরুদাসপুর পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লা প্রধান আলোচক গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়।
এ সময় আরো উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য রবিউল ফকির , জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান, সাংবাদিক ইমাম হাছাইন পিন্টু ফুটবল কোচ পলান ঘোষ গুরুদাসপুর পৌরসভার 3 নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শেখ সবুজ, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ রাশিদুল ইসলাম, মোঃ শরিফুল ইসলাম, মোহাম্মদ মনি শেখ প্রমুখ।
একদিনের এই টুর্নামেন্টের নাটোর জেলার আটটি দল অংশগ্রহণ করেন। নক আউটের এই খেলায় সকাল ৮ টা ৩০ মিনিটে ব্রাদার্স কাপ বনাম পৌরসভা অনূর্ধ্ব ১৭ দুইটি দলের খেলা দিয়ে শুরু হয় বঙ্গবন্ধু স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট ২০২৩।
খেলার ধারা বিবরণীতে ছিলেন এ বি সিদ্দিক মিডিয়া পার্টনার ছিলেন বৈশাখী নিউজ, মিসবাহ টিভি নিউজ, চাঁচকৈড় টিভি, বাংলাদেশ বার্তা,বাংলাদেশ সকাল, রাজশাহী এক্সপ্রেস, এম এস টিভি ইউকে,
ওয়ানডে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় বিকেল পাঁচটা অংশগ্রহণ করেন গুরুদাসপুর পৌরসভা বনাম মশিনদা ইউনিয়ন। খেলাটিতে এক শূন্য গোলে মশিনদা ইউনিয়ন জয় লাভ করে।
বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় এবং বলেন মাদক মুক্ত সমাজ গড়তে বেশি বেশি খেলাধুলার চর্চা করতে হবে
ভোরের ডাক ফুটবল একাডেমির সভাপতি মোঃ সোহেল রানা জানান মাদক মুক্ত সমাজ গড়তে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থী ও যুবকদের খেলাধুলায় উৎসাহ দিতেই প্রতিবছরের ন্যায় এবারও এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এবং সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন চলমান থাকবে।