বগুড়ায় স্মাট বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত


শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ০৬ মার্চ বেলা ১১টার দিকে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন সভা কক্ষের করতোয়া হলরুমে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস বগুড়ার আযোজনে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা ও মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) দীনেশ সরকার,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াসমিন, জেলা পরিষদের প্রাধন নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খাঁন,বগুড়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)হেলেনা আক্তার, বগুড়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ জোহরা ওয়াহিদ,বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মাহফুজুর রহমান, বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক।
উক্ত আলোচনা ও মতবিনিময় সভায় ধরনাপত্র উপস্হাপন করেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মতিউর।