গুরুদাসপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আপডেট: March 9, 2023 |
inbound6404175648590305624
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন ও জেন্ডার বৈষম্য করবে নিরসন প্রতিপাদ্যে নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ে কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে যথাযথ মর্যাদায় আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়।

দিবসটি উপলক্ষে র্্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্্যলীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলা মিলায়তনে গিয়ে শেষ হয়।

বৃহস্পতিবার ০৯ ই মার্চ উপজেলা হল রুমে গুরুদাসপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেখা মনি পারভীনের সঞ্চালনায় আলোচনা সভা শুরু হয়

এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন উপজেলা ভাই চেয়ারম্যান মোঃ আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রুখশানা আক্তার লিপি, এস আই ফরিদা খাতুন সাংবাদিক ইমাম হাছাইন পিন্টু প্রমুখ।

দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলার বিভিন্ন পর্যায়ের নারীরা অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় বলেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীদের ভূমিকা অপরিসীম পুরুষের পাশাপাশি নারীরাও বাল্যবিবাহ রোধ সহ সমাজ দেশ জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশা বাদ ব্যক্ত করেন।

Share Now

এই বিভাগের আরও খবর