শুক্রবার ‘কোর্ট মার্শাল’ নাটকের ২৫০তম মঞ্চায়ন


আগামীকাল শুক্রবার (১০মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষন থিয়েটার হলে মঞ্চায়িত হতে যাচ্ছে কালজয়ী নাটক “কোর্ট মার্শাল” এর ২৫০তম মঞ্চায়ন।
নাটকটি সলিল সরকারের অনুবাদ থেকে স্বার্থক রুপান্তর ও নির্দেশনা প্রদান করেন নাট্যজন এস এম সোলায়মান। এতে অতিথি হয়ে আসবেন নাটকের বিশিষ্ট জনেরা।
পৃথিবীর ইতিহাস সভ্যতার ইতিহাস। আর সভ্যতার ইতিহাস সত্য আবিস্কারের ইতিহাস। সত্য মিথ্যার দ্বন্দ থেকেই সত্যের স্ফুলিঙ্গ নির্মাণ করেছে সভ্যতা। সেই অবিনাশী সত্য এতো লঘু নয় যা সহজেই চোখ দিয়ে দেখে বোঝা যায়। চোখে দেখা সত্যের আড়ালেও থাকতে পারে আরেক সত্য। তাই সত্য কী, তা প্রায়শই নির্ণয় করে ভবিষ্যৎ। সেই মহান সত্য কখনো কখনো হয়ে ওঠে মানুষের প্রানের চেয়েও মুল্যবান বস্তু, যা মানব আত্মার মুক্তির জন্য অনিবার্য প্রয়োজন। আত্মার মুক্তিই যদি কল্যাণের সাধনা হয়, সুন্দরের আরাধ্য হয়, ন্যায়ের প্রতিষ্ঠা হয়, তবে নিশ্চিত সত্যের সন্ধানেই আত্মার মুক্তি। এই নাটকে তাই সামাজিক শ্রেণীদ্ব›দ্ব, রাজনৈতিক উত্তরাধিকারের লড়াই, সামন্ত প্রবৃত্তির উৎপীড়ন অথবা চিন্তার স্তরে সামন্ত চিন্তার নৈরাজ্যের চেয়েও সত্য আবিস্কারের সংগ্রাম হয়ে উঠেছে নাট্য চিন্তার মূল প্রতিপাদ্য।
নাটকটিতে অভিনয় করবেন, ফেরদৌস আমিন বিপ্লব, মোকাদেম মোরশেদ, রাকিবুল হাসান মানিক, চন্দন রেজা, আশরাফ কবির, সেলিম মাহবুব, নাহিদ সুলতানা লেমন, স্বাধীন শাহ, আবু সুফিয়ান বিপ্লব, হাসনাত প্রদীপ, স্বজল চৌধুরী। কোর্ট মার্শাল নাটকের পোষাক পরিকল্পনা ও সংগীত- রীমা রফিক, আলোক পরিকল্পনা- ঠান্ডু রায়হান, মঞ্চ পরিকল্পনা ও পোষ্টার ডিজাইন- হেমায়েত হোসেন তপন।
১৯৯৩ সালে ৪মার্চ নাটকটির প্রথম মঞ্চায়ন হয় মহিলা সমিতি মঞ্চে। প্রায় ত্রিশ বছর বাংলাদেশসহ দেশে বিদেশের মঞ্চে দাপটের সাথে অভিনীত হয় “কোর্ট মার্শাল” নাটকটি। এই কালজয়ী নাটকে প্রথম মঞ্চায়নে অভিনয় করেছিলেন, আজিজুল সামাদ, শেখ নাজিম, চন্দন রেজা, এস এম সোলায়মান, রাশেদুল হাসান লিটন, মোহাম্মদ বারী উর্মি, সুমন আহম্মেদ, কামাল রায়হান, মাসুম, কামরুল ইসলাম ও প্রশান্ত হালদার।
র্থিয়েটার আর্ট তিন দশকের নাট্য অভিযাত্রায় ১৭টি নাটক মঞ্চে আনে। তার মধ্যে- কোর্ট মার্শাল, আমিনা সুন্দরী, গোলাপজান, মাধব মালঞ্চি দর্শক নন্দিত মঞ্চ সফল নাটক। এস এম সোলায়মান রচিত থিয়েটার আর্ট ইউনিট এর পথ নাটক “খ্যাপা পাগলার প্যাঁচাল” বাংলাদেশে সর্বাধিক মঞ্চায়ি পথ নাটক। আমাদের “কোর্ট মার্শাল” নাটকের ২৫০তম মঞ্চায়নের মাহেন্দ্রক্ষণে আপনাদের উপস্থিতি কামনা করছি।