প্রধানমন্ত্রীর জনসভা : মিছিলে মুখরিত ময়মনসিংহ নগরী

আপডেট: March 11, 2023 |
Boishakhinews24.net 177
print news

মিছিল স্লোগানে মুখরিত হয়ে উঠেছে প্রধানমন্ত্রীর জনসভাস্থল ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দান ও এর আশপাশের এলাকা। শনিবার (১১ মার্চ) ভোর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে সমবেত হতে শুরু করেছেন।

প্রায় পাঁচ বছর পর আজ শনিবার বিকেলে সার্কিট হাউজ ময়দানে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তার এই সফরকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হয়েছে ময়মনসিংহ।

এবারের সফরে প্রধানমন্ত্রী ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ৩০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, জনসভায় যোগ দিতে ভোর থেকেই নেতাকর্মীরা মিছিল নিয়ে মাঠে প্রবেশ করতে শুরু করেছেন। ময়মনসিংহ ও আশপাশের জেলাগুলো থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা রঙের টি-শার্ট, গেঞ্জি পরে ও বাদ্যযন্ত্র বাজিয়ে বিভিন্ন স্লোগানে মুখর করে তুলছেন সভাস্থলের চারপাশ। সকাল ১০টার মধ্যে সভাস্থলের অর্ধেক মানুষে মানুষে পূর্ণ হয়ে গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনসভাস্থলে মানুষের ঢল নামবে বলে ধারণা করছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

2130267359

এদিকে, জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে দলীয় প্রধানের আগমনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন ময়মনসিংহ বিভাগের আওয়ামী লীগ নেতারা। ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে স্মরণকালের সর্ববৃহৎ জনসভা হবে বলে আশা আওয়ামী লীগ নেতাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে নগর জুড়ে এখন সাজসাজ রব। দলীয় প্রধানকে শুভেচ্ছা জানাতে ব্যানার-ফেস্টুন, বিলবোর্ড আর সুদৃশ্য তোরণে ছেয়ে গেছে নগরীর প্রতিটি সড়ক ও অলিগলি।

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে এই অঞ্চলে দলের সাংগঠনিক অবস্থা আরও শক্তিশালী হবে। নেতাকর্মীদের মনোবল চাঙা হবে। যা আগামী জাতীয় নির্বাচনে আমাদের দলকে সুসংগঠিত করা এবং বিজয়ী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এদিকে প্রধানমন্ত্রীর সমাবেশকে কেন্দ্র সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা বলেন, ‘প্রধানমন্ত্রীর সমাবেশকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমাবেশে নিরাপত্তায় প্রায় তিন হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। প্রধানমন্ত্রীর সমাবেশ মঞ্চের প্রথম সারিতে নিরাপত্তায় আছেন এপিবিএন সদস্যরা।’

Share Now

এই বিভাগের আরও খবর