বাংলাদেশের বোলিং তোপে দিশেহারা ইংল্যান্ড

আপডেট: March 12, 2023 |
Boishakhinews24.net 204
print news

ইতিহাস গড়ার লক্ষ্যে খেলতে নেমে বল হাতে দারুণ শুরু বাংলাদেশের। তাসকিনের আগ্রাসী শুরুর পর বল হাতে সাফল্য পেলেন একে একে সাকিব, হাসান মাহমুদ ও মিরাজরা। অন্যদিকে, সিরিজ বাঁচানোর লক্ষ্যে টস হেরে ব্যাট করতে নেমে রীতিমতো ধুঁকছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

টস হেরে ব্যাটিং করতে নেমে ভালোই শুরু করেছিলেন দুই ইংলিশ ওপেনার ডেভিড মালান ও ফিল সল্ট। তবে তাদেরকে বেশি দূর এগোতে দিলেন না তাসকিন আহমেদ। ডেভিড মালানকে ৫ রানে ফিরিয়ে ইংলিশ শিবিরে প্রথম আঘাত হানলেন এই পেসার।

৩ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ এক উইকেট হারিয়ে ২১ রান। এরপর ক্রিজে আসা মইন আলিকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেনি ব্যাট করতে থাকা সল্ট। সপ্তম ওভারে সাকিব আল হাসান বল হাতে নেন এবং তৃতীয় বলেই পান সাফল্য। সল্টকে ফিরতি ক্যাচে থামান তিনি। ১৯ বলে ৩ চার ও ১ ছয়ে ২৫ রান করেন ইংলিশ ওপেনার।

পরের ওভারে ইংলিশ অধিনায়ক জস বাটলারকে বোল্ড করে বিদায় করেন পেসার হাসান মাহমুদ।

এরপর মঈন আলীকে টিকতে দেননি মেহেদী হাসান মিরাজ। এই ডানহাতি স্পিনারও নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পান। তার বলে বদলি ফিল্ডার শামিম হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ১৭ বলে ১৫ রান করা মঈন। সবমিলিয়ে দলীয় ৭৩ রানে চতুর্থ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সফরকারীরা।

Share Now

এই বিভাগের আরও খবর