রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট: March 12, 2023 |
শেখ হাসিনা 14
print news

আসন্ন পবিত্র রমজান মাসে দেশে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের বর্তমান মজুদ যাচাই করে দেখা হচ্ছে। কোনও অসাধু চক্র যেন বাজারে কৃত্রিম সঙ্কট তৈরি করতে না পারে সেদিকে নজরদারি বাড়াতে বলেছেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, জেলা ও উপজেলা প্রশাসনকে বাজারে নজরদারি বাড়াতে নির্দেশনার পাশাপাশি টিসিবির (খোলা বাজারে ন্যায্যমূল্যে খাদ্যপণ্য বিক্রি) কার্যক্রম ও খাদ্যবান্ধব কর্মসূচি আরও জোরদার করতে বলেছেন সরকার প্রধান।

এছাড়াও রমজানে সারা দেশে বিদ্যুৎ, পানিসহ অন্যান্য ইউটিলিটি সেবা যেন স্বাভাবিক থাকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী- ব্রিফিংয়ে এ তথ্যও জানান মুখ্য সচিব তোফাজ্জল হোসেন।

Share Now

এই বিভাগের আরও খবর