সিদ্দিকবাজারে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু

আপডেট: March 14, 2023 |
inbound3975252423120310513
print news

রাজধানী গুলিস্তানের সিদ্দিকবাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. জাহান সরদার সেলিম (২০) নামে আরও একজন মারা গেছেন। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে শেখ হাসিনার জাতীয় বার্নে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ তথ্য নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন।

তিনি জানান,সিদ্দিকবাজারে আগুনের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা গেছেন। তার শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল।

মারা যাওয়া জাহান সরদার সেলিমের চাচাতো ভাই লিখন জানান, তার ভাই ঢাকার নবাবগঞ্জের দোহার ডি এন কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। ঘটনার দিন নবাবগঞ্জ থেকে বাসে এসে গুলিস্তানে নামে। পরে নিজ বাড়ি যাত্রাবাড়ীর উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা হন। রাস্তা দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণে গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্নে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

নিহত জাহান যাত্রাবাড়ী কাজলা রসুলপুর এলাকার জাহাঙ্গীর আলমের সন্তান।

রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটির নাম কুইন টাওয়ার। গত ৭ মার্চ বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে সাততলা ওই ভবনে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে।

বিস্ফোরণের পরই উদ্ধারকাজে অংশ নেয় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থল থেকে আহতদের হাসপাতালে নেওয়ার কাজ করেছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয়রাও উদ্ধারকাজে সহায়তা করেন।

Share Now

এই বিভাগের আরও খবর