ঢাকার যানজট সমস্যা নয়, রীতিমতো চ্যালেঞ্জ: মেয়র আতিক

আপডেট: March 15, 2023 |
Boishakhinews24.net 271
print news

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ঢাকার যানজট মূলত সমস্যা নয়, এটি রীতিমতো একটি চ্যালেঞ্জ।

মঙ্গলবার (১৪ মার্চ) ওয়াশিংটন ডিসির বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে দুই দিনের ট্রান্সপোর্টেশন সামিটের প্রথম দিন শেষে তিনি এ কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিনই মানুষ ঢাকায় আসছে। যাদের অধিকাংশই রিকশাচালক বা হকার হিসেবে কাজ করছেন। তাদের নিয়ন্ত্রণ করা রীতিমতো একটি চ্যালেঞ্জ। এজন্য দরকার সমন্বিত ব্যবস্থাপনা।’

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য মেগাসিটির গণপরিবহন ব্যবস্থার সংকট উত্তরণের উপায় ও জ্বালানিসাশ্রয়ী আগামীর পরিবহন ব্যবস্থা চালু করা। ঢাকায় মেট্রোরেল চালু হয়েছে, বাস রুটে র‌্যাশনালাইজেশনের মাধ্যমে সিটি বাস সার্ভিসকে নিয়মের মধ্যে আনার চেষ্টা চলছে।

পরবর্তী ধাপে ঢাকার রাস্তায় জ্বালানিসাশ্রয়ী ও পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনা রয়েছে। মেট্রোরেলের স্টেশনকেন্দ্রিক করিডোর ব্যবস্থাপনার জন্য ডিএনসিসিকে প্রায় ১ হাজার ৬০০ কোটি টাকার ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক।’

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের ট্রান্সফর্মিং ট্রান্সপোর্টেশনের ২০তম সম্মেলন উপলক্ষে ডিএনসিসি মেয়রের নেতৃত্বে একটি দল ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছে।

Share Now

এই বিভাগের আরও খবর