পুনর্মিলনী ঘিরে বর্ণিল সাজে সেজেছে ইবির ‘দা’ওয়াহ’ বিভাগ

আপডেট: March 17, 2023 |
inbound1519262721659843159
print news

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পুনর্মিলন উৎসব ২০২৩। দিনটি উপলক্ষ্যে বর্ণিল সাজে সেজেছে বিভাগটি।

শুক্রবার (১৭ মার্চ) সরেজমিনে বিভাগটি ঘুরে মিলনমেলাকে ঘিরে নানা আয়োজন চোখে পড়ে। বাহারী রঙের লাইটিং ও আলপনা এঁকে সাবেক শিক্ষার্থীদের বরণ করতে প্রস্তুত ইবির এই বিভাগটি। এদিন বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান রহমান মিলনায়তনে আয়োজন করা হয় পিঠা উৎসব ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের।

আগামীকাল শনিবার দিনব্যাপী আয়োজনের শুরুতেই সকাল ১০ টা থেকে বর্ণাঢ্য এক র‍্যালী বিভাগ থেকে বের হয়ে মিলনায়তনে গিয়ে শেষ হবে। র‍্যালীতে বিভাগের প্রায় সহস্রাধিক সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেয়ার কথা রয়েছে। পরবর্তীতে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে পূনর্মিলনীর মূল আয়োজন অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া’সহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।

বিভাগসূত্রে জানা যায়, সাবেক ও বর্তমান সহ মোট ৩৫ টি ব্যাচের প্রায় ১০০০ জনের আয়োজন রাখা হয়েছে এ উৎসবে। যার মধ্যে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথি’সহ প্রায় ৭৫০ জন ইতোমধ্যে তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

পুনর্মিলনী উৎসবের সার্বিক বিষয়ে দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো: ওয়ালি উল্লাহ্ বলেন, নানা চড়াই-উৎরাই পেরিয়ে প্রথমবারের মতো পুনর্মিলনী উৎসব আয়োজন করতে যাচ্ছি। সে জন্যে মহান রব্বুল আলামীনের নিকট শুকরিয়া জ্ঞাপন করি।

Share Now

এই বিভাগের আরও খবর