দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৭ হাজারি ক্লাবে সাকিব

আপডেট: March 18, 2023 |
inbound2781893396153151730
print news

মিজান মোহাম্মদ, সিলেট প্রতিনিধি : ড্যাশিং তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৭ হাজার রানের ক্লাবে ঢুকেছেন সাকিব আল হাসান।

সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে নতুন এক মাইলফলক ছুঁয়েছেন এই অলরাউন্ডার। এর আগে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে ৭ হাজার রানের ক্লাবে ঢুকেছিলেন।

এই মাইলফলক ছুঁতে সাকিবের লেগেছে ২১৬ ইনিংস আর মাত্র ২০৪ ইনিংসে তামিম ছুঁয়েছিলেন এই মাইলফলক। এই রিপোর্ট লেখা পর্যন্ত সাকিব ব্যাট করছিলেন ৫০ রানে। তার সাথে তৌহিদ হৃদয় ৪০ রানে ব্যাট করছেন।

২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয়েছিল সাকিবের। ক্যারিয়ারের ১৭তম বছরে এসে সাত হাজার রান করলেন তিনি। এসময়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫২টি হাফ সেঞ্চুরি ও ৯টি সেঞ্চুরি করেছেন সাকিব।

তাদের বাইরে বাংলাদেশিদের মধ্যে সাত হাজার রানের কাছাকাছি আছেন মুশফিকুর রহিম। ২৪২ ম্যাচ খেলে ৮ সেঞ্চুরি ও ৪৩ হাফ সেঞ্চুরিতে তার রান ৬৯০১।  তাঁর হাতেও রয়েছে আজ সে সুযোগ।

Share Now

এই বিভাগের আরও খবর