অভিজ্ঞ সাকিবের পর হৃদয়ের হাফ সেঞ্চুরি
আপডেট: March 18, 2023
|


মিজান মোহাম্মদ : বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবদের একজন অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের পর হাফ সেঞ্চুরি হাকালেন বাংলাদেশ ক্রিকেট দলের নতুন মুখ তৌহিদ হৃদয়।
সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ বলে করলেন এই হাফ সেঞ্চুরি।
আজকের এই ম্যাচে নতুন এক মাইলফলক ছুঁইলেন সাকিব।
তিনি দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ৭ হাজারি ক্লাবে ডুকলেন। এই মাইলফলক ছুঁতে সাকিবের লেগেছে ২১৬ ইনিংস আর মাত্র ২০৪ ইনিংসে তামিম ছুঁয়েছিলেন এই মাইলফলক।
এই রিপোর্ট লেখা পর্যন্ত সাকিব ব্যাট করছিলেন ৮৯ রানে। ইতিমধ্যে তিনি মারমুখী রূপ ধারণ করেছেন।
সাকিব-হৃদয়ের ১২৫ রানের পার্টনারশিপ চলছে। বাংলাদেশের রান ৩৫.১ ওভারে ২০৬ রান।