বিড়ালদহতে প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করে যুবারা


মো: ইসমাইল হোসেন, রাজশাহী জেলা প্রতিনিধি : বন্ধু বলে ডাকো যারে, সে কি তোমারে ভুলতে পারে , যেমন ছিলাম তোমার পাশে,আজও আছি ভালোবেসে। এই স্লোগান মাথায় রেখে বিড়ালদহ ঐতিহাসিক মাঠে আয়োজন করে এক প্রীতি ক্রিকেট ম্যাচ।
আয়োজনে অংশ নেয় বিড়ালদহ কলেজের ২০২২১বর্ষের ছাত্ররা। লটারি মাধ্যমে খেলোয়াররা দুই দলে বিভক্ত করা হয়। ক্যাপ্টেন নির্বাচিত হয় সিরাজুল এবং ইসমাইল। বিকাল ৩ টার সময় বিড়ালদহ ঐতিহাসিক মাঠে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিড়ালদহ সিরাজুল ইসলামের দল ।
উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে পিছে আসেন সাব্বির এবং সিরাজ। বোলিং মারকে ইসমাইল । প্রথম ওভার শেষে ৬ রানের দেখা পাই অধিনায়ক সিরাজুল ইসলামের দল ।
তৃতীয় ওভারে রাসেল বলে ভোল্ট হয় মাঠ ছাড়তে হয় সাব্বিরকে। দেখেশুনে খেলার চেষ্টা করেন নাঈম ১২ ওভার শেষে দলীয় সংগ্রহ ১০২ সিরাজুল ইসলাম দলের। দ্বিতীয় অর্ধে তাড়াহুড়া করতে গিয়ে শুরুতে উইকেট হারায় ইসমাইলের দল। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করে সজীব অপর পক্ষে নিসান দেখে শুনে খেলার চেষ্টা করেন।
দলীয় ৩০ রানের মাথায় আউট হয়ে যায় নিসান আশা জাগায় দলীয় অধিনায় ইসমাইল ও সজল। দলের জন্য ভালো সূচনা এনে দেয় রাজু মন্ডল। এক পর্যায়ে লম্বা পার্টনারশিপের মাধ্যমে দলকে জয়ের কিনারায় নিয়ে যায়। ইসমাইল ব্যক্তিগত ৫৩ রানে লম্বা ইনিংস খেলে দলকে খাদে থেকে জয়ের পথে নিয়ে যায়।
অপর প্রান্তে সজল ব্যক্তিগত ২৫ রান করে ভরসার প্রতিক হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠে আনন্দে মেতে উঠে অধিনায়ক ইসমাইলের দল। আনন্দে উৎসবে মুখরিত চারদিক এমন আয়োজনে খুশি খেলা দেখতে আসা আবেগি দর্শক।
ধরনের আরজেন ধন্যবাদ জানাই খেলা দেখতে আসা বয়স্ক ব্যক্তিবর্গরা। খেলার মাঝে সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মিল্লাত বলেন বর্তমান সময় যুব সমাজ মাদকের অতি আসক্ত হয়ে যাচ্ছে এদিক থেকে দূর থেকে আহ্বান জানাই যুব সমাজকে ।
এছাড়া বক্তব্য রাখেন শিহাব শেখ। খেলায় যে সকল ছাত্ররা অংশ গ্রহণ করে মৃদুল,সিফাত,তামিম,মহান,রাতুল,
সিয়াম, মমিন,রাকিব, হৃদয়, রাব্বি প্রমুখ উপস্থিত ছিলেন। বিড়ালদহ কলেজর ছাত্ররা দীর্ঘদিন পরে আমার সাথে খেলাধুলায় মাতিয়ে উঠবে বন্ধুত্বের বাঁধন সবাই।