মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে: নিহত ১৭, আহত ৩০

আপডেট: March 19, 2023 |
Boishakhinews24.net 356
print news

মাদারীপুরের শিবচর উপজেলায় ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ১৭ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ৩০ জন।

রোববার (১৯ মার্চ) সকালে উপজেলার কুতুবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রোববার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় বাসটি দুমড়েমুচড়ে যায়। সকাল সোয়া ৮টা পর্যন্ত বাসের মধ্য থেকে ১৭ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। হতাহত বহু রয়েছে। উদ্ধার কাজ চলছে। বিস্তারিত পরে জানা জানানো হবে।

Share Now

এই বিভাগের আরও খবর