বগুড়ায় আট প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

আপডেট: March 22, 2023 |
inbound1009918046570731245
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: পবিত্র রমজান উপলক্ষে বগুড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে আট প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ মার্চ) দুপুরে বগুড়ার সদর উপজেলার কোলনী এবং ফুলতলা কাঁচা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য বগুড়া কার্যলয়ের সমম্বয়ে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

এসময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসের প্রতিনিধি ও জেলা পুলিশের সদস্যরা।

ভোক্তা অধিকার সংরক্ষণ বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, অভিযান কালে মূল্য তালিকা প্রদর্শন না করা,ক্রয় ভাউচার না থাকার অপরাধে আট ব্যবসা প্রতিষ্ঠানকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১২ হাজার টাকা আরোপ ও আদায় করা হয়েছে।

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Share Now

এই বিভাগের আরও খবর