স্বাধীনতা দিবসে বিনামূল্যে খাবার পাবে ইবি শিক্ষার্থীরা

আপডেট: March 25, 2023 |
inbound6388796005239179661
print news

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্বিবদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলোতে বিনামূল্যে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে হলের আবাসিক শিক্ষার্থীদের ২৬ শে মার্চ (রবিবার) বিকাল ৩ টা থেকে ৪ টা পর্যন্ত ইফতার ও রাতের খাবার পরিবেশন করা হবে।

এর আগে, আজ শনিবার হল অফিস চলাকালীন শিক্ষার্থীদের আবাসিকতার কার্ড বা আবাসিকতা সংশ্লিষ্ট যেকোনো ডকুমেন্ট জমা দিয়ে খাবারের টোকেন সংগ্রহ করতে হয়েছে।

শনিবার (২৫ মার্চ) প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আমরা শিক্ষার্থীদের জন্য ফ্রিতে উন্নত মানের খাবারের আয়োজন করেছি।

হল থেকে আবাসিক শিক্ষার্থীরা টোকেন সংগ্রহ করতে পারবে। খাবারের বিষয়ে সব হলে একই নির্দেশনা দেওয়া আছে।

প্রতিজন শিক্ষার্থীকে বিরিয়ানির রাইসের সাথে দুইপিস খাসির মাংস, দুইপিস খেজুর, একপিস জিলাপি ও পানির বোতল দেওয়া হবে। তবে অনাবাসিক বা বাইরের শিক্ষার্থীরা এ খাবার নিতে পারবেনা।’

Share Now

এই বিভাগের আরও খবর