স্বাধীনতা দিবসে গুগলের বিশেষ ডুডল

আপডেট: March 26, 2023 |
inbound2427977360776469145
print news

মহান স্বাধীনতা আজ। বাঙালির গৌরবান্বিত স্বাধীনতা অর্জনের ইতিহাসখচিত দিন আজ (২৬ মার্চ)। জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল দিবসটি উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে।

শনিবার দিবাগত রাত ১২টার পর থেকেই গুগল ডুডলটি চালু করেছে। হোম পেজে বিশেষ ডুডলের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছে তারা।

ছবিতে গুগলের নামের জায়গায় শোভা পাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা। বাংলাদেশ থেকে যে কেউ কোনো কিছু খোঁজার জন্য গুগলে প্রবেশ করলে লাল-সবুজ পতাকাসংবলিত এ ডুডল দেখতে পাবেন।

ডুডলের ওপর ট্যাপ করলে লেখা উঠছে ‘বাংলাদেশ ইনডিপেনডেন্স ডে ২০২৩’। এতে ক্লিক করার পর স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস ও সংশ্লিষ্ট ইতিহাসসংবলিত ওয়েবসাইটগুলো প্রদর্শন করছে।

Share Now

এই বিভাগের আরও খবর