পাবনায় আ.লীগের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

আপডেট: March 26, 2023 |
inbound1207699709742209320
print news

পাবনা প্রতিনিধি: পাবনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনকে কেন্দ্র করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ মার্চ) জেলা আ. লীগের উদ্যোগে বিকেলে আ.লীগ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা আ.লীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে ও তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এড. তৌফিক ইমাম খানের সঞ্চালনায় বক্তব্য দেন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা আ.লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ বাবু, চন্দন কুমার চক্রবর্তী, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, জেলা শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমদ শরীফ ডাবলু, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক কোহিনুর ফেরদৌস কনা, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক মীর রবিউল ইসলাম সীমান্ত প্রমুখ।

বক্তব্যে বক্তারা জানান, দেশ স্বাধীন হলেও এ স্বাধীনতা বিনষ্টের জন্য একটি কুচক্রী মহল সব সময় তৎপর।

তাদের রুখতে হবে। এছাড়া বক্তব্যে সামনের নির্বাচনে ঐক্যবদ্ধভাবে আ.লীগকে বিজয়ী করার তাগিদ দেয়া দেন বক্তারা।

Share Now

এই বিভাগের আরও খবর