গুরুদাসপুরে যুব উন্নয়নের ঋণ প্রদান


ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আর্থিক অসচ্ছল পরিবারের মাঝে ৩ লক্ষ ৭০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে।
সোমবার (২৭ মার্চ) যুব উন্নয়ন অধিদপ্তর গুরুদাসপুর অফিসে ঋণ গ্রহিতা তাহমিনা সহ অন্যান্যদের হাতে ঋণের চেক তুলে দেন যুব উন্নয়ন অধিদপ্তরের অফিসার মোঃ ফজলুর রহমান।
এ সময় অফিসের অন্যান্য কর্মকর্তা সহ সাংবাদিক গণ উপস্থিত ছিলেন
ঋণগ্রহীতা তাহমিনা সহ অন্যান্যরা জানান তারা গরু মোটাতাজাকরণের প্রশিক্ষণ শেষে ঋণের এই টাকা হাতে পেয়ে অত্যন্ত খুশি এবং যুব উন্নয়ন কর্মকর্তা সহ সরকারকে ধন্যবাদ জানাই।
যুব উন্নয়ন অফিসার ফজলুর রহমান জানান আর্থিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে গরু মোটাতাজাকরণের প্রশিক্ষণ শেষে তাদের হাতে এই ঋণের চেক তুলে দেওয়া হয়।