দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে

আপডেট: March 30, 2023 |
inbound9158882980654045153
print news

দেশের কোথাও কোথাও বৃহস্পতিবার (৩০ মার্চ) মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া শুক্রবার (৩১ মার্চ) সারা দেশেই শক্তিশালী কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রপাতের শঙ্কা রয়েছে।

আগামী ২ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৯ মার্চ) দেশের প্রায় ১৬ জেলায় হালকা ও মাঝারী বৃষ্টিপাত ও বজ্রপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে।

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এতে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তবে ২ এপ্রিল থেকে দেশে বৃষ্টিপাত কমে আসবে এবং তাপমাত্রা বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, শুক্রবারের ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, রাজবাড়ি, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর ও মুন্সিগঞ্জ জেলায়।

বুধবার সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। জেলায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৫৬ মিলিমিটার।

ফেনীতে ৩৯ ও নোয়াখালীতে ৩৮ ও চাঁদপুরে ২৫ এবং ভোলায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর