রাজশাহীতে আ্ইএফআইসির ৫ম শাখা উদ্বোধন

আপডেট: March 30, 2023 |
inbound8114708172989911436
print news

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে বৃহস্পতিবার সকাল ১১টাই আইএফআইসি ব্যাংকের ৫ম শাখার কার্যক্রম শুরু হয়েছে।

আইএফআইসি ব্যাংকের ৫ম শাখার উদ্বোধন করেছেন আইএফআইসি রাজশাহী শাখার ব্যবস্থাপক ও সহকারী ভাইস প্রেসিডেন্ট (এভিপি) ইকবাল হোসেন ভূঁইয়া।

এ সময় গ্রীন বাংলাদেশ ডেভেলপারের মালিক শওকত আকবর, সাংবাদিক ওবায়দুল ইসলাম রবি, মুক্তিযোদ্ধা মার্কেটের সভাপতি কালী পোদ শাহসহ অন্যান্য ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও ব্যাংক গ্রাহক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে (এভিপি) ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, আপনি এই ব্যাংকটিকে আন্তরিকভাবে বিশ্বাস করতে পারেন। আমাদের ব্যাংক হোম লোন, গাড়ি লোন, ব্যবসা এবং বিভিন্ন সেবা প্রদান করবে।

তবে দিনে দিনে এই ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের উন্নত সেবার জন্য কাজ করে যাচ্ছে। সেখানে জনগণের চাহিদা পূরণে ৫ম শাখা চালু করা হয়েছে।

এসময় আরও বক্তব্য রাখেন গ্রীন বাংলাদেশ ডেভেলপারের মালিক শওকত আকবর, সাংবাদিক ওবায়দুল ইসলাম রবি ও মুক্তিযোদ্ধা মার্কেটের সভাপতি কালী পোদ শাহ।

Share Now

এই বিভাগের আরও খবর