মেজর সকার লিগে যাচ্ছেন মেসি!

আপডেট: April 3, 2023 |
print news

মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল বিশেষজ্ঞ ও সাবেক গোলকিপার শেপ মেসিং দাবি করেছেন, তার কাছে ‘গোপন তথ্য’ আছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি মেজর সকার লিগে যোগ দিচ্ছেন। দ্রুতই এমনটা হতে চলেছে বলেছেন তিনি।

মেসির নতুন ক্লাবে চুক্তির বিষয়ে এমএলএস বিশেষজ্ঞের দাবি, ‘এটা ঘটতে চলেছে এবং খুব শিগগিরই এটা ঘটবে।’

গতবছর বা তার আগে থেকেই বিশ্বকাপজয়ী মেসির মেজর সকার লিগে যাওয়ার বিষয়ে কথা হচ্ছে। মেসি ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন এমন খবর অসংখ্যবার চাউর হয়েছে। এমনকি সকার লিগ কমিশনার ডন গারবার এ বিষয়ে বলেছিলেন, লিগ বিশ্বকাপজয়ীকে আনতে কাজ করছে।

এ মৌসুমে প্যারিস সেইন জার্মেইনের(পিএসজি) সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মেসির। তিনি সাবেক ক্লাব বার্সেলোনায় যাবেন নাকি চুক্তির মেয়াদ বাড়িতে পিএসজিতে থেকে যাবেন সেসবের কোন নির্ভরযোগ্য খবর এখনও আসেনি। এরমাঝেই সকার লিগ, সৌদি ক্লাব আল হিলালে যাওয়ার মতো খবরও রটছে।

Share Now

এই বিভাগের আরও খবর