লালমনিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট: April 3, 2023 |
ছবি 10
print news

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বাড়ির পাশের গর্তে জমানো পানিতে ডুবে হাসিবুল ইসলাম নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে ওই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

মৃত শিশু হাসিবুল ইসলাম উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধন আমতলা এলাকার নুর আলমের ছেলে।

স্থানীয়রা জানান, বাড়ির উঠানে খেলা করছিল শিশু হাসিবুল ইসলাম। বিকেলে সকলের অগোচরে বাড়ির পিছনের গর্তে পড়ে যায়। পরে বাড়ির লোকজন গর্ত থেকে তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর