বগুড়ায় র্যাবের অভিযানে ধর্ষণ মামলার মূল আসামী গ্রেফতার


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণ মামলা মূল আসামী আশরাফ আলী ওরফে ফাতাফাতা(৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার বেলা ২ টার দিকে বগুড়ার শেরপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক আশরাফ আলী ওরফে ফাতাফাতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশরাফ আলী বগুড়ার শেরপুর উপজেলাধীন চন্ডীপুর গ্রামের মৃত-মোজাহার আলীর ছেলে।
র্যাব-১২ বগুড়ার পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ মার্চ বগুড়া শেরপুর থানাধীন চন্ডীপুর গ্রামের ৮ বছরের এক মেয়ে খেলার সময় ধর্ষক মোঃ আশরাফ আলী ওরফে ফাতাফাতা, ফুসলিয়ে ভিকটিমকে একটি বাড়িতে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে।
এতে মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পরলে তাকে সু-চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে আসে। এঘনাটি স্হায়ীদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ২৮শে মার্চে মামলা দায়ের করেন। শেরপুর থানার মামলা নং ৩২, তারিখ ২৮ মার্চ ২০২৩ইং, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন(সংশোধনী/২০২৩) এর ৯(১), ধার -৩৮৫/৫০৬ পেনেল কোড ১৮৬০।
এরই ধারাবাহিকতায় ৪ এপ্রিল ১৪.০০ ঘটিকায় র্যাব-১২ সিপিসি-৩ বগুড়া, একটি আভিযানিক দল শেরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষক মোঃ আশরাফ আলী ওরফে ফাতাফাতাকে আটক করতে সক্ষম হয়।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন জানান, আটককৃত ধর্ষক আশরাফ আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরজন্য শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, ধৃত ধর্ষকের বিরুদ্ধে আরো কয়েকটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।