ম্যাকার্থি-সাই বৈঠকের পর সামরিক মহড়া শুরু চীনের


তীব্র উত্তেজানার মধ্যে পশ্চিম প্রশান্ত মহাসাগরে তাইওয়ান প্রণালিজুড়ে চীনের দ্বিতীয় বিমানবাহী রণতরী শানডং মহড়া চালিয়েছে। স্থানীয় সময় বুধবার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠকের পরপরই সামরিক মহড়া চালাল চীন।
বৃহস্পতিবার তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চু কুউ চেং সাংবাদিকদের বলেন, বিমানবাহী রণতরীটি তাইওয়ানের পূর্ব উপকূল থেকে ৩৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে।
শানডং চীনের প্রথম অভ্যন্তরীণভাবে তৈরি বিমানবাহী রণতরী। তাইওয়ানের দক্ষিণের বাশি চ্যানেলের মধ্য দিয়ে রণতরীটি যাত্রা করেছিল এবং বুধবার চীনের নৌবাহিনীর বেশ কয়েকটি জাহাজসহ প্রশান্ত মহাসাগরে প্রবেশ করে।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মহড়া শানডং যে চীনের জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার্থে দূরের সাগরে অভিযান চালাতে পুরোপুরি প্রস্তুত, তা দেখিয়েছে।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলেছে, পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ড চীনের স্থল, জল ও আকাশে জোরালো মহড়া চালাচ্ছে। এই কমান্ড চীনের পূর্ব উপকূলের নিরাপত্তায় নিয়োজিত।
ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত সাই-ম্যাকার্থির ওই বৈঠকের প্রতিক্রিয়ায় এই মহড়া চালায় চীন। ওই বৈঠকের পর যুক্তরাষ্ট্রের তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং। চীন সশাসিত তাইওয়ানকে নিজেদের বলে দাবি করে এবং এর নিয়ন্ত্রণ নিতে শক্তি প্রয়োগ করতেও দ্বিধা করবে না বলে জানায়।
সূত্র: আলজাজিরা।