ট্যাব পেল সিংড়ার ৩১৮ শিক্ষার্থী

আপডেট: April 8, 2023 |
inbound1796531398506004376
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: নাটোর জেলার সিংড়া উপজেলার ৩১৮ জন শিক্ষার্থীদের মধ্যে ট্যাবলেট ডিভাইস বিতরণ করা হয়েছে।

সিংড়ার সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় এবং সমমানের মাদ্রাসার নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এই ট্যাবলেট ডিভাইস বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যোগ দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

পলক বলেন, শিক্ষার শক্তিকে কাজে লাগিয়ে উন্নত, আধুনিক ও মানবিক পৃথিবী গড়ে তুলতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে হবে।

বর্তমান প্রজন্মই ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। আজকের শিক্ষার্থীদের মধ্যেই সুপ্ত অবস্থায় লুকিয়ে আছে আগামী দিনের যোগ্য নেতৃত্ব।

প্রতিমন্ত্রী আজ নাটোর সিংড়ার সরকারি ও এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় এবং সমমানের মাদ্রাসার নবম ও দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ট্যাবলেট ডিভাইস বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

পলক শিক্ষার্থীদের শেখ রাসেল ডিজিটাল ল্যাব ব্যবহার করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব রয়েছে সেই স্কুলগুলোর চারজন করে শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বঙ্গবন্ধু বলতেন শিক্ষায় ব্যয় নয়, বিনিয়োগ। বঙ্গবন্ধুর সেই দর্শন অনুসরণ করে শিক্ষার্থীদের ৩১৮টি ট্যাবলেট বিতরণ করা হচ্ছে।

এ ট্যাবলেট দিয়ে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের পাশাপাশি দেশ ও বিশ্ব মানবতার প্রয়োজনে ব্যবহার করবে।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুনের সভাপতিত্বে অন্যদের মধ্যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সিংড়া পরিসংখ্যান দপ্তরের প্রতিনিধি, স্কুল মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর