বঙ্গবাজারের পোড়া চাদর কিনলেন পলক

আপডেট: April 8, 2023 |
inbound7234184555773697073
print news

ইমাম হাছাইন পিন্টু নাটোর প্রতিনিধি: রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া মার্কেট থেকে উদ্ধার হওয়া একটি পোড়া চাদর ৪০ হাজার টাকায় কিনলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠানে তিনি চাদরটি কেনেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে তাদের পুড়ে যাওয়া পোশাক কেনাবেচার উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এই পোশাক সংগ্রহ করে তারা সমাজের বিত্তবানদের কাছে বিক্রি করছে।

এই বিক্রির টাকা ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হবে। এরই অংশ হিসেবে বিদ্যানন্দ ফাউন্ডেশনের কাছ থেকে বঙ্গবাজারে পোড়া একটি চাদর কেনেন প্রতিমন্ত্রী।

এ সময় তিনি বলেন, আমি এবং আমার সহকর্মীদের সবার কাছে যা ছিল তা মিলে ৪০ হাজার টাকায় এই চাদরটি কিনলাম।

ভায়াবহ আগুনে আনুমানিক প্রায় এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এখন তাদের কিছুটা আর্থিক ও মানসিক সহযোগিতা দরকার।

আমরা ১৭ কোটি মানুষ যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে কি এই পাঁচ হাজার মানুষের পাশে দাঁড়াতে পারব না?

জুনাইদ আহমেদ পলক আরও বলেন, টাকা বড় কথা নয়, বড় কথা হলো ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে আমরা আছি।

সৃজনশীল, উদ্ভাবনী উপায়ে বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর বিদ্যানন্দ ফাউন্ডেশনের এই উদ্যোগের প্রশংসা করে এবং তাদের যেকোনো মহৎ উদ্যোগের সাথে সব সময় থাকবেন বলে প্রতিশ্রুতি দেন প্রতিমন্ত্রী।

নিজের সামর্থ্য অনুযায়ী বঙ্গবাজারের অসহায় ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানান নাটোর ৩ সিংড়ার এমপি ও আইসিটি প্রতিমন্ত্রী আলহাজ জুনাইদ আহমেদ পলক।

Share Now

এই বিভাগের আরও খবর