রমজানে নিম্ন আয়ের মানুষের জন্য ২ টাকায় তরমুজ

আপডেট: April 8, 2023 |
Boishakhinews24.net 106
print news

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজিবপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মধ্যে দুই টাকায় তরমুজ বিক্রি করছে রুহি নামের একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার রাজিবপুর বাজারে রুহি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান পরশ এ কর্মসূচির উদ্বোধন করেন।

ফাউন্ডেশনের নিজস্ব অর্থায়নে প্রথম দিনেই নিম্ন আয়ের প্রায় শতাধিক মানুষের মাঝে তরমুজ বিক্রি করা হয়। মাত্র দুই টাকায় একটি তরমুজ পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ।

প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান পরশ জানান, রুহি ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই সব ধরনের সামাজিক কাজ করছি। প্রতি বছর আমরা ছিন্নমূল মানুষজনের জন্য ইফতার ও পথ শিশুদের জন্য ঈদের নতুন জামার ব্যবস্থা করে থাকি। এ বছর নিম্ন আয়ের মানুষদের কথা চিন্তা করে মৌসুমী এই ফলটি নাম মাত্র দুই টাকা মূল্যে বিতরণ করলাম। তাদের এ কাজে সহায়তা করেছে রাজিবপুর মডেল প্রেসক্লাব।

দুই টাকায় তরমুজ পেয়ে জাবেদ আলম নামের একজন বলেন, ‘দুই টাকায় তরমুজ পেয়ে খুব খুশি হইছি। বাজারে একটা তরমুজ কিনতে গেলে ২০০ থেকে ৩০০ টাকা লাগে। রোজা রমজানের দিনে দুই টাকায় তরমুজ পাইছি। পরিবারের সকলকে নিয়ে ইফতারে খেয়েছি।’

এ সময় উপস্থিত ছিলেন- রাজিবপুর বণিক সমিতি সভাপতি অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর ফারুকী, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল আলম, রাজিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাহারুল ইসলাম, রাজিবপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি শরিফুল ইসলাম ও সংগঠনের স্বেচ্ছাসেবীরা।

Share Now

এই বিভাগের আরও খবর