সুন্দরবনে অবৈধ সরঞ্জামাদিসহ আটক ৩

আপডেট: April 8, 2023 |
inbound5807975082220050215
print news

বাগেরহাট প্রতিনিধিঃ সুন্দরবন করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ৮ নং খাল সংলগ্ন বন এলাকা থেকে অবৈধ নেট জাল, সুন্দরী কাঠ, হরিণ শিকারের ফাঁদ ও ট্রলারসহ তিন শিকারিকে আটক করেছে বনবিভাগ।

শনিবার (৮ এপ্রিল) পূর্ব সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ৮ নং খাল সংলগ্ন বন এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে অবৈধ নেট জাল, ৪ পিচ সুন্দরী কাঠ, শিকারিদের ব্যবহৃত ১টি ইঞ্জিন চালিত ট্রলার ও হরিণ শিকারের ফাঁদ জব্দ করা হয়।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান।

আটক ব্যক্তিরা হলেন-মোংলা উপজেলার চিলা কেওয়াবুনিয়া গ্রামের মৃত মোবারক শেখের ছেলে মোঃ অসীম শেখ (৩৫), দক্ষিণ কাইনমারী এলাকার মোঃ খলিল শিকারীর ছেলে মোঃ জাকির হোসেন (৩৪) ও চিলা বাজার এলাকার মিঠু নাথের ছেলে সাগর নাথ (২৩)।

সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জ বন কর্মকর্তা (এসিএফ) শেখ মাহবুব হাসান বলেন, বন বিভাগের পাশ না নিয়ে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ৮ নং খাল সংলগ্ন বন এলাকায় অনুপ্রবেশ করে একদল চোরা শিকারি।

এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালাই। বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে চোরা শিকারিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা হয়।

পরে তাদের ব্যবহৃত ১ ট্রলারে তল্লাশি চালিয়ে হরিণ শিকারের ফাঁদ, অবৈধ নেট জাল ও ৪ টুকরা সুন্দরী কাঠ জব্দ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর