শেরপুরে পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

আপডেট: April 9, 2023 |
inbound2730346256398691489
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় পুলিশের বাধা উপেক্ষা করে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপির নেতাকর্মীরা।

শনিবার (০৮ এপ্রিল) বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বগুড়ার শেরপুর উপজেলা শহরের স্হানীয় বাসস্ট্যান্ডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন নেতাকর্মীরা।

এ সময় উপজেলা বিএনপির ওই কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের দ্রুত চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

কিন্তু পুলিশি বেষ্টনীর মধ্যেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি,দুর্নীতির প্রতিবাদ ও সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবি বাস্তবায়নে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন তারা। এমনকি পুলিশি বাধা উপেক্ষা করেই প্রতিবাদ সভা শুরু কার হয়।

উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা
ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিকুল আলম তোতা,বর্তমান কমিটির সহ-সভাপতি মাহবুবুল আলম হিরু,সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন,শফিকুল ইসলাম শফিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, বিএনপি নেতা আব্দুল হাই সিদ্দিকী হেলাল, মোস্তাফিজুর রহমান নিলুসহ প্রমূখ।

সভায় বক্তারা বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন,দেশটা দুর্নীতির স্বর্গরাজ্যে পরিনত হয়েছে। দেশে কোনো আইনের শাসন নেই।

বর্তমান সরকারের বিদায় ঘন্টা বেজে গেছে। এই সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে ঘরে ফিরবো না।

এদিকে বক্তব্য জানতে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনেও পুলিশ বাধা দেয়।

তবে সেই বাধা উপেক্ষা করেই দলীয় কর্মসূচি পালন করছেন নেতাকর্মীরা। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাম্মান হোসেন এ প্রসঙ্গে বলেন,বিএনপির কর্মসূচিতে বাধা দেওয়া হয়নি।

কেবল মহাসড়কে অবস্থান নিতে চাইলে তাদের সরিয়ে দেওয়া হয়। যাতে করে মহাসড়কে কোনো যানজট না হয়। এছাড়া তেমন কোনো ঘটনা ঘটেনি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Share Now

এই বিভাগের আরও খবর