আজও ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’, অবস্থান চতুর্থ

আপডেট: April 10, 2023 |
inbound2105523610454902040
print news

ঢাকার বায়ুর দূষণমাত্রার স্কোর হচ্ছে ১৯৪ অর্থাৎ অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

সোমবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) তালিকায় দেখা যায়, দূষণের দিক থেকে বাংলাদেশের অবস্থান চতুর্থ।

স্কোর ২৫৩ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে ভারতের দিল্লি। দেখা গেছে, দিল্লির বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

২৩৮ স্কোর অর্থাৎ দূষণমাত্রা খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে পাকিস্তানের লাহোরে। শহরটি তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

আর ২০৪ স্কোর নিয়ে বায়ুদূষণের তৃতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। এর অর্থ দাঁড়ায় সেখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর।

রাজধানী ঢাকার মানুষ চলতি বছরের জানুয়ারি মাসে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছিল।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি হিসেবে ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর