নাটোরে বাসচাপায় শিশু নিহত

আপডেট: April 13, 2023 |
ছবি 9
print news

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় শাওন (১১)নামে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে তার সাথে থাকা চাচাতো বোন তৃষা খাতুন (৪)।

বৃহস্পতিবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া -পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন একই গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকার সাইদুল ইসলামের ছেলে শাওন দোকান থেকে বিস্কুট কিনে নিয়ে চাচাতো বোনকে সাথে নিয়ে বাড়ি ফিরছিল। রাস্তা পরাপারের সময় পাবনা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী মিতালী পরিবহন তাদের চাপা দিলে দুজনেই আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষনা করেন।

বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, মিতালী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর