গাইবান্ধা জেলা কার ও মাইক্রোবাস সমিতির আহ্বায়ক কমিটি

আপডেট: April 19, 2023 |
Boishakhinews24.net 239
print news

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি :ব্যর্থতার দায়ে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদত্যাগ করায় কমিটির কার্যক্রম স্থবির হয়ে পড়লে বর্তমান কমিটি বিলুপ্ত করে গাইবান্ধা জেলা কার ও মাইক্রোবাস সমিতির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

গতকাল ১৭ এপ্রিল সোমবার রাতে গাইবান্ধা জেলা কার ও মাইক্রোবাস সমিতির উপদেষ্টা জাভেদ হোসেন, দপ্তর সম্পাদক জাকির-বিন নুর ও সড়ক সম্পাদক মোঃ আরিফুর ইসলাম সমন্বয়ে এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত কমিটির আহ্বায়ক জাভেদ হোসেন, সদস্য সচিব হিসেবে রবিন সেন ও ৯ জন যুগ্ম আহ্বায়কসহ ১২ জন সদস্য নিয়ে সর্বমোট ২৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এই আহ্বায়ক কমিটি তিন (তিন) মাসের মধ্যে সম্মেলন, কাউন্সিল কিংবা সিলেকশন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

এ কমিটির বাকি সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট জিএম মুরাদ হাসান , মোঃ মাহমুদুল ইসলাম মানিক, মোঃ জাকির-বিন-নূর, মোঃ আরিফুল ইসলাম, শান্তনু চক্রবর্তী (হাদু), মোঃ জিল্লুর রহমান পলাশ, মোঃ মানিক সরকার, শাহরিয়ার সাজ্জাদ সেতু, জিয়াউর রহমান জিয়া, সদস্য হিসেবে মোঃ শোহেব চৌধুরী, শাহাদাত হোসেন, রিজভান রাফিউল হক, সাখাওয়াত হোসেন, আনোয়ারুল ইসলাম রানা, মোঃ স্বাধীন মিয়া, ঈদি, সুবীর কুমার গুণ, পিয়াস কুমার গুন, আলমগীর হোসেন, মোস্তাফিজুর রহমান জুয়েল ও মোঃ টিটু মিয়া।

Share Now

এই বিভাগের আরও খবর