চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি

আপডেট: April 22, 2023 |
inbound8192490085601013681
print news

মোহাম্মদ রেজাউল করিম, চট্টগ্রাম প্রতিনিধি: আগামী কাল পবিত্র ঈদ আল ফিতর, এই আনন্দের বন্যায় ভাসছে সারা চট্টগ্রামের ধর্মপ্রাণ মানুষ।

সেই সাথে যুক্ত হয়েছে প্রত্যাশিত বৃষ্টির আনন্দ। অদ্য রাত আনুমানিক ০৯:০০ ঘটিকা হতে চট্টগ্রাম মহানগর এলাকায় বৃষ্টির পূর্বাভাস হিসেবে বয়ে চলেছিল হিমেল হাওয়া, অতপর আনুমানিক ০৯:৩০ ঘটিকার সময় আকাশ হতে নেমে আসে প্রশান্তির বৃষ্টি যাহা স্থায়ী হয় প্রায় ৩০ মিনিট।

দীর্ঘদিনের তাপদাহে জন জীবন যখন অতিষ্ঠ প্রায়, তারই মাঝে অল্প সময়ের জন্য হলেও মানুষের মাঝে পর্যবেক্ষণ  করা যাচ্ছে এক অনাবিল তৃপ্তিভরা আনন্দের বন্যা।

Share Now

এই বিভাগের আরও খবর