রাজশাহীতে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত

আপডেট: April 22, 2023 |
Boishakhinews24.net 287
print news

রাজশাহীতে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) সকাল ৭টায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) এই নামাজ অনুষ্ঠিত হয়। এছাড়া একই সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় জামে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।

জানা গেছে, রাজশাহীতে প্রতি বছরই সকাল ৭টার দিকে রুয়েট ও রাবিতে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় দুটিতে একটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এক মাস সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসল্লিরা সকালে ঈদের জামাতে নামাজ আদায় করতে আসেন। ঈদের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের মধ্যে কোলাকুলি করেন। নিজেদের মধ্যে কুশাল বিনিময় শেষে শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।

মুসল্লি ইয়াহিয়া বাবু বলেন, প্রতিবছরই সকাল ৭টার দিকে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এবারেও সকাল ৭টায় অনুষ্ঠিত হয়েছে। তবে আবহাওয়া খারাপ থাকলে সময়ের একটু হেরফের হয়। আমরা ঈদের নামাজ শেষে একে অপরের মধ্যে কুশল বিনিময় করি। একই সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করা হয়।

রুয়েট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম নাজমুল আলম ঈদের নামাজ পড়ান। তিনি বলেন, আামদের রুয়েটে প্রতি বছর সকাল ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এবারও হয়েছে।

এছাড়া রাজশাহীতে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।

 

Share Now

এই বিভাগের আরও খবর