জাতীয় ঈদগাহে প্রবেশেও কঠোর নিরাপত্তা

আপডেট: April 22, 2023 |
inbound4501556885301253187
print news

দীর্ঘ একমাস সিয়াম সাধনা শেষে আজ (শনিবার) পালিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এদিন সকাল সাড়ে ৮টায় রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ইদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদুল ফিতরের প্রধান জামাতকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রাজধানীর পল্টন, প্রেসক্লাব এবং ঈদগাহে রাখা হয়েছে চেকপোস্ট। এতে র‍্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাশাপাশি রয়েছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

শনিবার (২২ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা যায়, কঠোর নিরাপত্তার মধ্য দি‌য়ে ঈদের প্রধান জামাত পড়‌তে ইদগাহ ময়দানে প্রবেশ করছেন মুসল্লিরা। প্রবেশমুখে র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তীক্ষ্ণ নজরদারির বিষয়টিও মুসল্লিরা ইতিবাচকভাবেই দেখছেন।

12 20230422075153

আট বছর বয়সী রাফসানকে সঙ্গে নিয়ে ঈদুল ফিতরের নামাজ করতে আসা আকবর আলী বলেন, আমরা প্রায় প্রতি বছর জাতীয় ইদগাহে নামাজ আদায় করি। প্রতি বছরই নিরাপত্তা থাকে। তবে এ বছর আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার বিষয়টি ভালো লেগেছে। ঈদ সকলেই অন্তরেই অনাবিল শান্তি বয়ে আনুক।

বাসাবো থেকে ঈদের জামাতে অংশ নিতে আসা হাফিজুর রহমান বলেন, বাসার কাছেই ঈদের নামাজ হয় তবুও জাতীয় ঈদগাহে এসেছি। নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির বিষয়টি বেশ ইতিবাচক। চেকপোস্ট থাকলেও কোন অসুবিধা হচ্ছে না।

ঈদের প্রধান জামাতে দেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদ, সরকারের মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নামাজ আদায় করবেন। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি আগে থেকেই নিয়েছে প্রশাসন।

জাতীয় ইদগাহে প্রধান জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম খতিব হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন জামেয়া আরাবিয়া মিরপুর, ঢাকা’র মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান। প্রধান জামাতে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারী মাওলানা হাবিবুর রহমান মেশকাত মূল ক্বারী হিসেবে দায়িত্ব পালন করবেন। বাংলাদেশ বেতারের সিনিয়র ক্বারী, ক্বারী মো. এমদাদুল ইসলাম বিকল্প ক্বারী হিসেবে উপস্থিত থাকবেন। ২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসাথে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাত আদায় করবেন।

এদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টায় প্রথম জামাত অনুষ্ঠিত হওয়ার এক ঘণ্টা পরপর ৩টি জামাত এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

 

Share Now

এই বিভাগের আরও খবর