রানা প্লাজা ধসের দশ বছর: চোখের জলে নিহত ও নিখোঁজদের স্মরণ

আপডেট: April 24, 2023 |
Boishakhinews24.net 314
print news

সাভারে ধ্বসে পড়া রানা প্লাজা ট্রাজেডির দশ বছর আজ। এ উপলক্ষে সকাল থেকে শ্রমিকরা রানা প্লাজার সামনে নানা কর্মসূচি পালন করছেন।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাজার বাসষ্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা নামের একটি বহুতল ভবন ধ্বসে পড়ে। বহুতল ভবনটিতে বিপনী বিতান ও পোশাক কারখানা ছিল। সেসময় ভবন ধ্বসে এক হাজারের বেশি নিহত ও আহত হয় অনেক শ্রমিক।

আজ সোমবার সেই দশ বছরপূর্তির বিভাষিকাময় দিন। এ উপলক্ষে সকাল থেকে রানা প্লাজার নিহত শ্রমিকদের পরিবার, আহত শ্রমিকরা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা রানা প্লাজার সামনে অস্থায়ী শহিদ বেদীতে ফুল দিয়ে নিহতের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।

পরে তারা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অনশন কর্মসূচি পালন করেন। এসময় তারা রানা প্লাজার মালিক সোহেল রানা ও গার্মেন্টস মালিকের ফাঁসির দাবি জানান সরকারের কাছে।

এসময় বিভাষিকাময় এই দিনটি স্মরণ করতে গিয়ে রানা প্লাজার সামনে নিহত শ্রমিকদের পরিবার ও আহতরা কান্নায় ভেঙে পড়েন। তারা সরকার ও বিজিএমইএর কাছে যথাযথ ক্ষতিপূরণ দাবি করেন।

এদিকে রানা প্লাজার সামনে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর