গণমাধ্যম নিয়ে ফের বিরক্ত মেগান মার্কল

আপডেট: April 24, 2023 |
Boishakhinews24.net 320
print news

প্রিন্স হ্যারির স্ত্রী ডাচেস অব সাসেক্স মেগান মার্কলকে নিয়ে ফের মুখরোচক খবর প্রকাশ করেছে দ্য ডেইলি টেলিগ্রাফ। এ নিয়ে শনিবার (২২ এপ্রিল) বিরক্তি প্রকাশ করেছেন মেগান মার্কেল। ওই খবরকে মিথ্যা এবং হাস্যকর বলে বর্ণনা করে ব্র্রিটিশ সংবাদমাধ্যমকে ‘বিরক্তিকর সার্কাস’ বন্ধ করার আহ্বান জানিয়েছেন প্রিন্স হ্যারির স্ত্রী মেগান।

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, আগামী মাসে ব্রিটেনের নতুন রাজা চার্লস আনুষ্ঠানিকভাবে সিংহাসনে আরোহণ করতে যাচ্ছেন। এতে থাকছেন না প্রিন্স হ্যারির স্ত্রী মেগান। কারণ চার্লস ও মেগানের মধ্যে কয়েক বছর আগে রাজপরিবারের বৈষম্য নিয়ে পত্রযোগে কথা-কাটাকাটি হয়েছিল। এ জন্যই তিনি রাজার সিংহাসন আরোহণ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না।

টেলিগ্রাফের দাবিকে ভিত্তিহীন দাবি করে মেগানের মুখপাত্র বলেন, মেগান বর্তমান জীবন নিয়ে ভাবেন। দুই বছর আগে কী বিষয়ে মনোমালিন্য হয়েছিল তা নিয়ে ব্যস্ত থাকার সময় মেগানের নেই। তাই সব গণমাধ্যমের প্রতি অনুরোধ, কল্পিত নয়, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই আপনাদের কাজ।

রয়টার্স জানায়, ২০২০ সালের মার্চে রাজা চার্লস ও প্রয়াত প্রিন্সেস ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারি রাজপরিবারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর মেগানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নতুন জীবন শুরু করেন হ্যারি।

Share Now

এই বিভাগের আরও খবর