গাজীপুরে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিলেন মঞ্জুর-ফয়সাল-সোবাহান

আপডেট: April 24, 2023 |
gazipur
print news

 

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে ২৩নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর মাওলানা মঞ্জুর হোসাইন আবারো কাউন্সিলর পদে হতে চান।

সোমবার তিনি নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে ওই পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২০১৮সালেও এ ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন তিনি। এবার একই পদে নির্বাচনে অংশ নিতে সোমবার মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি সকলের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।

১৫ নং ওয়ার্ডের পর পর দুইবারের নির্বাচিত কাউন্সিলর ফয়সাল আহমেদ সরকারও এবার কাউন্সিলর প্রার্থী হয়েছেন। সোমবার দুপুরে তিনি রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

একইদিন ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে আব্দুস সোবহান রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Share Now

এই বিভাগের আরও খবর