বগুড়া শহরের পৌর পার্কে রেস্টুরেন্টে আগুন

আপডেট: April 24, 2023 |
Boishakhinews24.net 333
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলা শহরের পৌর পার্কে আনন্দ পায়রা রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২৪ এপ্রিল) বিকাল সোয়া ৫ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনা এসে ১০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতক্ষণে রেস্টুরেন্টের টিনের চাল,চুলা ও অন্যান্য রান্নার সরঞ্জামাদি পুড়ে যায়।

বগুড়ার ফায়ার সার্ভিসের লিডার শাহীনুর ইসলাম বলেন, গ্র্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে রেস্টুরেন্টের টিনের চালসহ বিভিন্ন জিনিস পুড়ে ঢ়ায়। পরে আমাদের দুটি ইউনিট দশ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর হরিদাস মন্ডল বলেন,রেস্টুরেন্টে আগুন লেগেছে এমান পবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আনন্দ পায়রা রেস্টুরেন্টের মালিক মাসুদ হোসেনের দাবি করছেন,আগুনে আড়াই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর