মেট্রোরেল টঙ্গী পর্যন্ত সম্প্রসারিত হবে : সড়ক সচিব

আপডেট: April 28, 2023 |
print news

রাজধানীর গণপরিবহনে নতুন সংযোজন মেট্রোরেল উত্তরার দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

শুক্রবার (২৮ এপ্রিল) জাপান থেকে সংবাদমাধ্যমকে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাপান সফরের সঙ্গী ছিলেন তিনি।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর উদ্যোগে ঢাকা মেট্রো (মেট্রোরেল) শুরু হয়েছে। তিনি মেট্রোরেলে এমআরটি লাইন-৬ উদ্বোধন করেছেন। ২০৩০ সালের মধ্যে ঢাকায় জনবান্ধব গণপরিবহন আনার নির্দেশনা দিয়েছেন তিনি।’

সড়ক সচিব আশা প্রকাশ করে বলেন, ‘আগামী নভেম্বরের মধ্যে আপ টু মতিঝিল পর্যন্ত লাইন-৬ সম্প্রসারিত হবে। লাইন-২ এবং ৬ দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত সম্প্রসারণের কাজটুকু আমাদের বাকি। জাপান আরও কো-অপারেশন করবে। অন্য লাইনগুলো নির্মাণে জাইকা আগ্রহ দেখিয়েছে। সে কারণে জাপানের সঙ্গে চুক্তি সম্পাদিত হয়েছে।’

মতিঝিল থেকে কমলাপুরের কার্যক্রম ২০২৬ সালের মধ্যে শেষ হবে জানিয়ে তিনি বলেন, ‘এরপর দিয়াবাড়ি থেকে আপ-টু টঙ্গীর কাজ শুরু হবে।’

এমআরটির বাকি লাইনগুলো নিয়ে অনেকেই আগ্রহ দেখাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখন সবাই আগ্রহ দেখাচ্ছে। এডিবি, কোরিয়াসহ ওয়ার্ল্ড ব্যাংকও আগ্রহ দেখাচ্ছে।’

Share Now

এই বিভাগের আরও খবর