পলাশবাড়ীতে ২ কেজি গাঁজা’সহ গ্রেফতার ১

আপডেট: May 3, 2023 |
Boishakhinews24.net 14
print news

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ঢাকা-রংপুর মহাসড়কে ঢাকাগামী যাত্রীবাহী পরিবহন চেকিংকালে ২২ বোতল ফেনসিডিল সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।

থানা সূত্রে জানা যায়, গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেনের নির্দেশনায় গাইবান্ধার পলাশবাড়ী থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে অফিসার ইনচার্জ মাসুদ রানা’র সার্বিক তত্ত্বাবধানে পলাশবাড়ী থানা পুলিশ প্রতিনিয়ত
গাড়ী চেকিং অব্যাহত রেখেছেন ৷

এরই ধারাবাহিকতায় এসআই (নিঃ) আব্দুল মোত্তালেব প্রধান এর নেতৃত্বে ২ মে মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী পৌর এলাকার বাঁশকাটা ব্রাক মোড়ের পূর্ব পার্শ্বে ঢাকা টু রংপুর মহাসড়কের উপর ঢাকাগামী যাত্রীবাহী গাড়ী চেকিং ডিউটি করা হয় ৷

এ সময় রংপুর টু শাহজাদপুর গামী “বাহন পরিবহন” যাত্রীবাহী বাস, যাহার রেজিঃনং- রংপুর-ব-১১-০০৫৫, থামিয়ে চেকিং করাকালে আসামী মোছাঃ নুরেজা বেগম(৪৮) এর হেফাজত হতে ২ কেজি গাঁজা উদ্ধার করে পলাশবাড়ী থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, এ ঘটনায় পলাশবাড়ী থানার মামলা নং-০৬, তারিখ-০২/০৫/২৩, ধারা-৩৬(১) এর১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর