হবিগঞ্জে পুলিশ সদস্যসহ ৫ `মাদক কারবারি’ আটক

আপডেট: May 11, 2023 |
Boishakhinews24.net 110
print news

হবিগঞ্জে ফেনসিডিলসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে একজন পুলিশ সদস্যও আছেন। বুধবার বিকেলে হবিগঞ্জের শহরতলীর ধুলিয়াখাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকৃতরা হলেন- সুনামগঞ্জ জেলার মোস্তাফিজ বিল্লাহ (২৮), বানিয়াচং উপজেলার কুমড়ি নজরপুর এলাকার মোখলেছুর রহমান অপু (৩২), সালমান শাহ (২৯), সামছুল হক (৫২), নুরুল আলম প্রকাশ নুরুল হক (৪০)।

আটকদের মধ্যে মোস্তাফিজ বিল্লাহ (২৮) হবিগঞ্জ পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কর্মরত। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার ইদুকোনা গ্রামে।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

ওসি আরও জানান, আটকরা ধুলিয়াখালস্থ জনৈক মতিন মিয়ার পাকা বসত ঘরের ভিতরে মাদক বিক্রি করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে ১২ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর