শেরপুরে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট: May 12, 2023 |
ছবি 9
print news

শেরপুরের ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মো. অন্তর (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের কুচনিপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহত অন্তর ওই গ্রামের হারুন মিয়ার ছেলে ও কুরুয়া হাসমত আলী কিন্ডারগার্ডেন স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল পৌণে তিনটার দিকে আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টি শুরু হয়। ওইসময় অন্তর ঝড়ে পড়া আম কুড়াতে গেলে বজ্রপাতে অন্তর গুরুতর আহত হয়। পরে পরিবার লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় ঝিনাইগাতী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর