নাটোরে সূবর্ণ শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা

আপডেট: May 15, 2023 |
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরে শারিরিক ও মানসিক প্রতিবন্ধী- সূবর্ণ শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।

রোববার শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, বর্তমান প্রতিবন্ধী-বান্ধব সরকার প্রতিবন্ধিতা চ্যালেঞ্জ মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এই চ্যালেঞ্জ মোকাবেলা করে তাদেরকে সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে।

তাহলে জাতীয় ও আন্তজার্তিক পরিমন্ডলের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করে বিজয়ী হয়ে তারা দেশের সুনাম বয়ে আনবে-যা হবে অভিভাবকের জন্যে প্রশান্তির।

জেলা ক্রীড়া অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ আয়োজনে নাটোর সদর উপজেলার দুইটি প্রতিবন্ধী বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থী ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহন করছে।

Share Now

এই বিভাগের আরও খবর