লন্ডনে ব্যারিস্টার হলেন বীরগঞ্জের জুন্নুন ওয়ালিদ চৌধুরী

আপডেট: June 5, 2023 |
inbound5613920061000231686
print news

মো. তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কৃতি সন্তান জুন্নুন ওয়ালিদ চৌধুরী লন্ডনে ব্যারিস্টার হয়েছেন।

আগামী অক্টোবর মাসে অনারেবল সোসাইটি অফ লিংকন্স ইন থেকে কল টু দ্য বার সেরিমনির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্যারিস্টার—অ্যাট—ল’ ডিগ্রির সনদ গ্রহণ করবেন তিনি।

ব্যারিস্টার জুন্নুন বীরগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মহিদুর রহমান চৌধুরী পেশায় একজন ব্যাংকার ছিলেন।

মা শাহনাজ বেগম গৃহিনী। ৩ ভাই-বোনের মধ্যে জুন্নুন মেজো। জুন্নুনের এই কৃতিত্বে তার বাবা মহিদুর রহমান চৌধুরী, মা শাহনাজ বেগম, সহধর্মিণী নুসরাত জাহান চৌধুরী সহ আত্মীয়-স্বজনরা ভীষণ খুশি ও গর্বিত।

তিনি বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০১২ সালে মাধ্যমিক এবং দিনাজপুর সরকারি কলেজ থেকে ২০১৪ সালে উচ্চমাধ্যমিক পাস করেন।

এলএলবি অনার্স অর্জন করেছেন ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে এবং এলএলএম ডিগ্রি অর্জন করেছেন বিপিপি ইউনিভার্সিটি, লণ্ডন থেকে।

জুন্নুন ওয়ালিদ চৌধুরী ব্যারিস্টার হওয়ার জন্য বার প্রফেশনাল ট্রেইনিং কোর্স কৃতিত্বের সাথে সম্পন্ন করেছেন বিপিপি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে।

সে ব্রিটিশ–বাংলাদেশী কমিউনিটিতে সাহিত্য–সাংস্কৃতিক অঙ্গনের সুপরিচিত মুখ, তিনি বিপিপি ইউনিভার্সিটির, স্কুল অব ল এর প্রো-বোনো সেন্টারের সাথে যুক্ত ছিলেন।

এছাড়াও লন্ডনের ল’মেটিক সলিসেটরস চেম্বারে এ্যসোসিয়েট হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রী লাভের পর এক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার জুন্নুন ওয়ালিদ চৌধুরী জানিয়েছেন, তিনি বাংলাদেশ ও যুক্তরাজ্যে আইনী পেশায় নিয়োজিত থেকে মানুষের সহযোগিতা করতে চান।

Share Now

এই বিভাগের আরও খবর