চার্জার ফ্যান অতিরিক্ত দাম রাখায় খান ইলেকট্রনিক্সকে জরিমানা

আপডেট: June 7, 2023 |
inbound5647146285135887828
print news

গাউছ-উর রহমান, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে খান ইলেকট্রনিক্স নামের একটি দোকানে অতিরিক্ত দামে চার্জার ফ্যান বিক্রি করার অভিযোগে ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালত কতৃক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকালে মাদারীপুর পৌর শহরের পুরাতন বাজারে এ অভিযান চালানো হয়।

স্থানীয় এবং ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, লোডশেডিং ও তীব্র গরমে তাপদাহ বেড়ে যাওয়ায় কিছু অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন ইলেকট্রনিকস পন্য ব্যাটারী, চার্জারফ্যানসহ কিছু পন্য অতিরিক্ত দামে বিক্রি করে আসছিলো এমন কয়েক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে জাতীয় ভোক্তা অধিকার অভিযান চালায় শহরের পুরাতন বাজার এলাকার মেসার্স খান ইলেকট্রনিকস নামের একটি প্রতিষ্ঠানে।

ঘটনার সততা পেয়ে উক্ত প্রতিষ্ঠানের মালিককে (৫০) পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয় এবং এবং তাদেরকে সতর্ক করেন।

জাতীয় ভোক্তা অধিকারের মাদারীপুর কার্যালয়ের সহকারি পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, লোডশেডিং ও প্রচন্ড তাপমাত্রা থাকায় কিছু ব্যবসায়ী চার্জার ফ্যানে দাম বেশী নিচ্ছে, এমন অভিযোগে মাদারীপুরের পুরান বাজার এলাকায় খান ইলেকট্রনিক্সকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। তাদেরসহ অন্যান্য দোকানদারদের সতর্ক করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর