কুবিতে গবেষণা ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট: June 7, 2023 |
inbound958394912371186995
print news

এমদাদুল হক, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে ‘রিসার্চ এন্ড ক্যারিয়ার অপরচুনিটি ফর ফার্মা গ্রাজুয়েট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জুন) বিজ্ঞান অনুষদের হল রুমে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।

ফার্মেসি বিভাগের ছাত্র উপদেষ্টা হালিমা আক্তারের সঞ্চালনায় বিভাগীয় প্রধান প্রদীপ দেবনাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম আবদুল মঈন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন বলেন, থিউরি এবং প্র‍্যাক্টিস দুইটা একসাথে চলে। ফার্মেসি বিভাগ হিসেবে থিউরির পর প্র‍্যাক্টিস বেশি
ইফেক্টিভ।

তাই থিউরি আর প্র‍্যাক্টিসের যে কম্বিনেশন তা বুঝতে হবে। আজকের সেমিনারের কিনোট স্পিকারদের বক্তব্য সবাই মনোযোগ সহকারে শুনবেন। আশা করি সেমিনারটি অনেক বেশি উপকারী হবে।

সেমিনারটিতে কিনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন বিআরআইসিএম’র ডাইরেক্টর জেনারেল ড. মালা খান ও সাইনোভিয়া ফার্মা পিএলসি এর এজিএম (মার্কেটিং) মোহাম্মদ সুমন মুহসিন।

Share Now

এই বিভাগের আরও খবর