ইন্দুরকানীতে বিদ্যুৎ স্পৃষ্টে নারীর মৃত্যু


পিরোজপুর ও ইন্দুরকানী প্রতিনিধিঃ পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্টে লাইজু আক্তার (২৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এসময় তাকে রক্ষা করতে এসে আহত হয়েছেন মা ও ভাবি।
বৃহস্পতিবার ( ৮ জুন) সন্ধ্যা ৬ টায় ইন্দুরকানী উপজেলার চৌরাস্তা সংলগ্ন হাওলাদার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাইজু আক্তার উপজেলার ইন্দুরকানী সদর ইউনিয়নের চাড়াখালী গ্রামের মোঃ বাদশা হাওলাদারের মেয়ে। স্থানীয় ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছলেমান হাওলাদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, স্বামী পরিত্যক্তা লাইজু আক্তার তার বাবার ঘরে এক সন্তান নিয়ে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছেন।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ঘরের বাতি জ্বালানোর জন্য বৈদ্যুতিক সুইচ অন করতে গেলে স্টিলের দরজার সাথে জুলে থাকা তার লিক হয়ে ঐ দরজা বিদ্যুতায়িত হলে তার হাত ঐ দরজায় স্পর্শ করলে তিনি বিদ্যুতায়িত হন।
এসময় তিনি চিৎকার করলে তাকে বাঁচাতে তার মা এবং বড় ভাইয়ের স্ত্রী রিমা আক্তার ছুটে গেলে তারাও দুজন বিদ্যুয়াতিত হন।
এরপর তাদের ডাক চিৎকার শুনে পাশের ঘরের রাহাত নামে এক কিশোর ছুটে এসে ঘরের জানালা ভেঙ্গে ঘরে ডুকে মেইন সুইচ বন্ধ করার পর বিদ্যুতায়িত ব্যাক্তিরা সেখানে লুটিয়ে পড়েন।
এরপর আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লাইজু আক্তরকে মৃত্যু ঘোষনা করেন এবং তার ভাইয়ের স্ত্রী রিমার অবস্থার অবনতি হলে তাকে পিরোজপুর সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন।
অপরদিকে তার মাকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এনামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, লাইজু নামে এক নারীর বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।