সিংগাইরে থানার ভেতর মারামারি, আটক ৩


সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি: জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সিংগাইর থানার ভেতরে গোল ঘরে সালিশ-বৈঠকে দু’পক্ষের মধ্যে মারামারির ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার(১৯ জুন) সন্ধ্যায় পুলিশের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন,উপজেলার জয়মন্টপ ইউনিয়নের দশানী গ্রামের লুৎফর রহমানের ছেলে আতিক (২২),জামির্ত্তা ইউনিয়নের পানিশাইল গ্রামের মৃত শুকুর আলীর ছেলে ছলিম উদ্দিন(৫০)ও সিংগাইর পৌর এলাকার আজিমপুর মহল্লার মৃত.আফছার উদ্দিনের ছেলে হাসান আলী(৫০)
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার পানিশাইল গ্রামের প্রবাসী শহিদুল ইসলামের স্ত্রী রিনা আক্তার(৩০) জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দেবর ছলিম উদ্দিনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে এসআই মো.কামরুল ইসলাম গত শুক্রবার ছলিম উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। রফাদফা শেষে রাতেই মিমাংসার শর্তে তাকে ছেড়ে দেয়া হয়। এ নিয়ে সোমবার সন্ধ্যায় এসআই মো. কামরুল ইসলাম উভয় পক্ষকে নিয়ে থানার গোলঘরে সালিশ-বৈঠকে বসেন। বৈঠকের শেষের দিকে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে অভিযোগকারী রিনা আক্তার প্রতিপক্ষের ছলিম উদ্দিনের স্ত্রীকে কটূক্তি করে। এতে ছলিম উদ্দিনের মেয়ের জামাই জনৈক হেলাল উদ্দিন প্রতিবাদ করলে বাদী পক্ষের আতিক ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষকে আঘাত করলে দু’পক্ষের মধ্যে মারামারি লেগে যায়। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে আতিকসহ ৩ জনকে ঘটনাস্থল থেকে আটক করেন।
এসআই মো.কামরুল ইসলাম বলেন, মারামারির ঘটনা থানার বাইরে ঘটেছে। আমি সেখানে ছিলাম না। এ ঘটনায় থানায় মামলা ও আটককৃত ৩ জনকে কোর্টে প্রেরণ করা হয়েছে। গত শুক্রবার ছলিম উদ্দিনকে আটকের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, থানায় এনে জমি সংক্রান্ত বিরোধ মিমাংসার জন্য বিচারের তারিখ নিয়ে ছেড়ে দেয়া হয়েছে। রফাদফার কথা অস্বীকার করেন তিনি মারামারির ঘটনায় নিউজ না করার অনুরোধ জানান।
সিংগাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম বিষয়টি নিয়ে পত্রিকায় নিউজ না করার জন্য অনুরোধ করেন তিনি।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) আব্দুল্লাহ আল ইমরান বলেন, আমি যতটুকু শুনেছি, বিচার-সালিশ শেষে থানার পাশে কথা কাটাকাটি হয়েছে।